প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
- By Jamini Roy --
- 09 December, 2024
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে “বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা” দেয়া হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দেশটির আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত ৩ ডিসেম্বর রাতে হঠাৎ করেই সামরিক আইন জারি করেন ইউন। তার এই সিদ্ধান্তে দেশটিতে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। “বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট সামরিক আইন বাতিল করতে বাধ্য হন।” এরপর থেকেই ইউনের বিরুদ্ধে অভিশংসনের দাবি ওঠে। “৭ ডিসেম্বর জাতির কাছে ক্ষমা চাওয়ার পরও পার্লামেন্টে অভিশংসন ভোট অনুষ্ঠিত হয়, যদিও ইউনের দলের সদস্যরা ভোট বয়কট করেন।” রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্টের অভিশংসনের জন্য প্রয়োজন ছিল ২০০ ভোট, কিন্তু ভোট পড়েছে মাত্র ১৯৫টি। ফলে অভিশংসন প্রস্তাব বাতিল হয়ে যায়।
এই পরিস্থিতির মধ্যে সোমবার একটি শুনানিতে তদন্ত কমিটির প্রধান ওহ ডং-উন প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার আদেশ দেন। “দক্ষিণ কোরিয়ার আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা বে সাং-আপ জানান, প্রেসিডেন্টের বিরুদ্ধে দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞার আদেশ কার্যকর করা হয়েছে।”
এখন প্রেসিডেন্টের পরিবারের সদস্যসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের জন্য ২০২১ সালে গঠিত একটি প্যানেলের অধীনে এ আদেশ দেয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক পরিস্থিতি অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা যুক্ত হওয়ায়, এখনো তিনি নানামুখী চাপের মুখে রয়েছেন। তার জন্য পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে।